চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

1156

Published on মে 30, 2022
  • Details Image

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবলীগ কর্মীদের সজাগ থাকতে হবে। ক্ষুধা, দারিদ্রতা, অনিয়ম ও দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য যুবলীগ কর্মীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।

রবিবার (২৯ মে) বিকালে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১১টায় জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

শেখ পরশ বলেন, যুবলীগ হবে শোষণ মুক্ত বাংলাদেশ গড়ার শক্ত কারিগর। যুবলীগের পদপদবী বাজার থেকে ক্রয় করা কোনো পণ্য নয়। যুবলীগের পদপদবী ব্যবহার করে কেউ কোন অনিয়ম দুর্নীতি করলে তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটি বদ্ধ পরিকর। এই সংগঠনকে একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলে জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে।

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব এস এম আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম এর সঞ্চালনায় সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, প্রধান বক্তা ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ সালাম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এমপি। সম্মেলনে রেকর্ডেড বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ এমপি।

সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন, আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, মাজহারুল ইসলাম, আবু মুনির মো. শহীদুল হক চৌধুরী রাসেল, উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দী, কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. বিমান চন্দ্র বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত