অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে ছাত্রদলের হাতে অস্ত্র দিয়েছিল জিয়া

2000

Published on মে 29, 2022
  • Details Image

১৯৭৫ সালের পরে জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসে ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছিল বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়। তিনি বলেন, বিএনপি গঠন করেছেন স্বৈরাশাসক জিয়াউর রহমান। প্রমোদতরীতে গিয়ে জিয়াউর রহমান ছাত্রদলের হাতে অস্ত্র আর অর্থ তুলে দিয়েছে। নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতেই তিনি এ কাজ করেছেন। তার পথ ধরেই খালেদা জিয়াও ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছেন।

রোববার (২৯ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে করা এক মানববন্ধন কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জিয়াউর রহমান শিক্ষাঙ্গনে ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়ে শিক্ষার পরিবেশকে বিষিয়ে তুলেছিলেন। আর বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা শিক্ষার্থীদের হাতে বই এবং কলম তুলে দিয়ে তাদেরকে সঠিক পথে চালিত করেছেন। এটাই বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে মৌলিক পার্থক্য। বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগকে তিনি শিখিয়ে গেছেন কীভাবে ছাত্র রাজনীতি করতে হয়। ছাত্রলীগের প্রতিটি কর্মী হোক দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, মাদকের বিরুদ্ধে সোচ্চার, নৈতিকতার প্রশ্নে আপোষহীন।

তিনি বলেন, এক সময় শিক্ষা প্রতিষ্ঠানে টেন্ডারবাজি ও অস্ত্রবাজী হত। শিক্ষার্থীদের ভয় দেখানো হত, গুলি করা হত। এখন সে অবস্থা নেই, সাধারণ শিক্ষার্থীরা সেশনজট বিহীন লেখাপড়া করছেন। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের হাতে বই তুলে দিয়েছে। কারণ বই দিয়েই অস্ত্রকে নিবারণ করা যায়।

এ সময় শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সন্ত্রাসীদের প্রতিহত করার আহ্বান জানান বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাসী দল ক্ষমতায় থাকাকালীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে অকার্যকর করেছিলো। যারা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে, যাদের হাতে ৭৫ এর লাল দাগ লেগে আছে, তাদের শিক্ষাঙ্গনে ঢুকতে দেবেন না। অস্ত্র ধরা হাতকে যেখানে পাবে গুঁড়িয়ে দিবে, এতে ছাত্রলীগের কোনো দোষ থাকবে না।

তিনি আরও বলেন, ছাত্রদলের ছাত্রত্ব নেই, তাই তারা হলে থাকতে পারে না। ক্যাম্পাসে তাদের সমবয়সী কোনো বন্ধুও নেই। তারা বহিরাগতদের এনে ক্যাম্পাসে সহিংসতা সৃষ্টি করতে চায়, নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তাদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। বাংলাদেশ ছাত্রলীগ সকল যৌক্তিক দাবিতে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে।

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। মানববন্ধনে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন হল ছাত্রলীগের নেতাকর্মীরা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত