1079
Published on মে 29, 2022যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে। নেতৃত্ব ও উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী যুবলীগকে মাঠে ও মানুষের পাশে থাকতে হবে।’ শনিবার (২৮ মে) দুপুরে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে দেশবিরোধী ষড়যন্ত্রের কথা উল্লেখ করে শেখ ফজলে শামস বলেন, ‘একটি পক্ষ বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাতে চায়, অন্য আরেকটি পক্ষ শ্রীলঙ্কা বানাতে চায়। কিন্তু শেখ হাসিনার সরকার যতদিন থাকবে, ততদিন তাদের এ স্বপ্ন বাস্তবায়িত হবে না।’
তিনি বলেন, ‘দেশবিরোধী ষড়যন্ত্র এখনও চলছে এবং ভবিষ্যতেও ষড়যন্ত্র হবে। তবে তা মোকাবিলা করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র যতই হোক পদ্মা সেতু আজ বাস্তবতা। ঋণ নিয়ে নয়, নিজ অর্থে এই সেতু করা হয়েছে। এখন বিএনপি বলছে, সেতু নির্মাণে টাকা বেশি খরচ হয়েছে।’
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের হাতে যুবলীগের কোনও ধরনের কমিটি-বাণিজ্য হবে না। আমাদের হাত দিয়ে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের নাম আসবে না। দুর্নীতিবাজ ও বিপথগামীরা যুবলীগে আসতে পারবেন না। সৎ ও পরিচ্ছন্ন নেতাকর্মীদের দিয়ে যুবলীগের কমিটি হবে।’
বিশেষ বক্তার বক্তব্যে যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেন, ‘অসৎ, অযোগ্য লোকের ঠাঁই যুবলীগে হবে না। আমরা প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাবো। এ যুবলীগ অত্যন্ত শক্তিশালী।’
এর আগে শনিবার বেলা ১২টায় বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ সূচনা করেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।