পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

2006

Published on মে 24, 2022
  • Details Image

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। একে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে দেশের উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে দেশের মানুষ শান্তিতে বাস করছে।এসময় সব ধরনের কোন্দল ও হানাহানি ভুলে আগামী ১৮ জুন স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক গাজী, অ্যাডভোকেট মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা আওয়ামী লীগের সদস্য মো. গোলাম কবির, শহিদুল আহসান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সাজ্জাদ সাকিব বাদশা, একেএম আজিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, আওয়ামী লীগ নেতা মো. বেলায়েত হোসেন, কাজী সাইফুদ্দিন তৈমুর, সাইদুর রহমান, হুমায়ুন বেপারী প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত