সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

626

Published on মে 23, 2022
  • Details Image

সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মে) বেলা ১১টায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলন শুরু হয়।

অনুষ্ঠান সদর উপজেলা আওয়ামী লীগের আহব্বায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত) এস এম  কামাল হোসেন।

অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ ডন, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবু ইউসুফ সূর্যসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তারা বলেন, বাংলাদেশের অগ্রগতির ভিত্তি রচনা করেছিলেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা'র নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের শিখরে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ লাভ করে এগিয়ে চলছে উন্নয়নের মহাসড়ক ধরে। বাংলাদেশ এখন বিশ্ব দরবারে রোল মডেল। বাংলাদেশের এই উন্নয়ন অব্যাহত রাখতে তৃণমূলে সকলকে ঐক্যতার সাথে কাজ করে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে আহব্বান জানান।

নেতৃবৃন্দ আরো বলেন, স্বাধীনতা যুদ্ধে বিএনপি-জামায়াত যেমন দেশ স্বাধীনে বিরোধিতা করেছে, তারাই আজ দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। এসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হয়েছে। আজ তারা ষড়যন্ত্র করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায়। জনগণের ভোট ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারবে না। রাজনৈতিকভাবে তারা দুর্নীতিকে প্রাধান্য দিয়েছে। খুন হত্যা রাহাজানিতে লিপ্তরা কখনো দেশের নীতি নির্ধারক হতে পারে না। বিএনপি-জামায়াত বাংলাদেশের জনগণের কাছে প্রত্যাখান হয়ে এখন বহিঃবিশ্বে মিথ্যাচার রটাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমাদের শেষ রক্তের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্ববৌমত্ব বজায় রাখবো। বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প কেউ নেই বলে জানান বক্তারা। আলোচনা শেষে সদর উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়।

পরবর্তীতে সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের নেতৃত্বে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে অ্যাড. আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক হিসেবে মো. নুরুল ইসলাম স্বজলের নাম ঘোষণা করা হয়।

আগামীতে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে সদর উপজেলা আওয়ামী লীগের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত