জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার(২১ মে) বিকেলে ভাটারা স্কুল এন্ড কলেজ মাঠে ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ভাটারা স্কুল এ্যান্ড কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরী, সহ-সভাপতি অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু ছালেহ শফি গেন্দা, শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আওলাদ হোসেন তালুকদার খসরু বক্তব্য রাখেন।
সম্মেলনের উদ্বোধন করেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, প্রধান বক্তা হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ। আমন্ত্রিত অতিথী হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গিয়াস উদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল্লাহ, উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, সদস্য অধ্যক্ষ আব্দুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র মনির উদ্দিন, সহ-সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল প্রমূখ বক্তব্য রাখেন।
সম্মেলনে ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল্লাহ সোনা মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল অনুষ্ঠানটি পরিচালনা করেন। সম্মেলনের ২য় পর্বে ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হিসেবে বোরহান উদ্দিন বাদল একক প্রার্থী হন। সাধারণ সম্পাদক পদে ৪জন প্রার্থীতা ঘোষনা করলে জেলা আওয়ামী লীগ দ্রুত সমযের মধ্যে ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের পুনাঙ্গ কমিটি ঘোষনা করার আশ্বাষ দেন। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা সম্মেলনের সমাপ্তি ঘোষনা করেন। সম্মেলনে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কমী উপস্থিত ছিলেন।