988
Published on মে 23, 2022সিলেট নগরীতে বিভিন্ন এলাকায় বন্যা কবলিত দেড় হাজার পরিবারে ব্যক্তিগত উদ্যোগে রান্না খাবার বিতরণ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী তিনি নেতাকর্মীদের নিয়ে নগরীর কানিশাইল, ঘাসীটুলা, চালিবন্দর, উপশহর, মাছিমপুর, যতরপুরসহ কয়েকটি এলাকায় আশ্রয় কেন্দ্র ও বন্যাদুর্গত এলাকায় গিয়ে বন্যার্তদের খোঁজখবর নেন এবং খাবার বিতরণ করেন।
এসময় আসাদ উদ্দিন আহমদ বলেন- সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো নগরীর বেশীরভাগ এলাকায় বন্যার পানি রয়ে গেছে। বন্যার শুরু থেকেই ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা অব্যাহত রেখেছে সরকার। এর পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদেরও বন্যার্তদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন আমাদের নেত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যে যার মতো বন্যার্তদের সহযোগিতা করে যাচ্ছি। সেই সাথে ইনশাআল্লাহ সকলে মিলে আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারব। সরকার ও নেতাকর্মীদের পাশাপাশি যেসব বিত্তবান বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানান আসাদ উদ্দিন আহমদ।
খাবার বিতরণে তাঁর সাথে সিলেট মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, মহানগর যুবলীগ নেতা রেজাউল রহমান মোস্তাক, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য শাহ আলম শাওন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য হুসাইন মোহাম্মদ সাগর, মহানগর তাঁতী লীগের সহ সভাপতি তরিকুল ইসলাম মুবিন, যুবলীগ নেতা কাজী মাকসুদ, নাঈম রশীদ চৌধুরী, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ, দিপংকর টিপু, আশরাফুল ইসলাম বাপ্পী, ফয়েজুর রহমান, হাবিবুর রহমান পাভেল, শেখ মো. আমিন, মুশফিক রুমু, ময়জুল ইসলাম রাহাত, রুবেল আহমদ সোহাগ, সবুর আহমদ দিপু, জুনেল আহমদ, আবিদুর রহমান তপু, আকাশ ঘোষ, ফাহিম আহমদ হামিম, মনিরুল হক সাকিব, ফাহিম রশীদ চৌধুরী, সানোয়ার আহমদ সাকিব, আব্দুল আজিজ জনি, ফাহিম আহমদসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।