1460
Published on মে 22, 2022সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে বন্যাকবলিত এলাকা চষে বেড়াচ্ছেন। বন্যাকবলিত এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে তাঁর উপস্থিতি। যেখানেই সমস্যার কথা শুনছেন সেখানেই তিনি ছুঁটে যাচ্ছেন, বাড়াচ্ছেন সহযোগিতার হাত।
শনিবার (২১ মে) দুপুরে তিনি নবগঠিত ৩৮নং ওয়ার্ডের খালিগাও, শেখপাড়া, সাবেরগাও, চরুগাও, আখালিয়া ঘাট, হায়ধরপুর এলাকায় প্রায় ১২শত মানুষের জন্য রান্না করা খাবার বিতরণের কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং এই রান্না খাবার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন। স্থানীয় আওউয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি বন্যাকবলিত অসহায় মানুষদের দুঃখ দুর্দশার কথা শুনছেন, ত্রান পৌছে দিচ্ছেন।
এছাড়া ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির উদ্যোগে মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যার কারণে আশ্রয় নেওয়া মানুষের মধ্যে রান্না করা আমিষযুক্ত খাবার বিতরণ করেন। একই স্থানে মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজত গুপ্তের শুকনো খাবারও বিতরণ করেন। এভাবে করেই বন্যাকবলিত ওয়ার্ডসমূহ ১০ নং ওয়ার্ড, ১৩ নং ওয়ার্ড, ১৪নং ওয়ার্ড, ২৩নং ওয়ার্ড, ২৪ নং ওয়ার্ড, ২৭নং ওয়ার্ড, ৩১নং ওয়ার্ড, ৩৮ নং ওয়ার্ড ও ৩৯নং ওয়ার্ডে শুকনো খাবার, খিচুড়ী, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন মহানগর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেটে আকস্মিক বন্যায় নগরীর বন্যাকবলিত ওয়ার্ডসমূহের মধ্যে শুকনো খাবার, রান্না করা খাবার, বিভিন্ন ত্রাণ সামগ্রী নেতাকর্মী ও বিত্তবানদের মাধ্যমে সরবরাহ করছেন সিলেট মহানগর সাধারন সম্পাদক। বন্যার কারণে বাসাবাড়ি ও আশ্রয়কেন্দ্র গুলোতে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। তিনি বিশুদ্ধ খাবার পানির বিষয়ে স্বাস্থ্য প্রকৌশলী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। রেড ক্রিসেন্টের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি ওয়ার্ডসমূহে পৌঁছাতে সহযোগিতা করছেন। অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীলের পক্ষ থেকে পানিবন্দী মানুষের জন্য হস্তান্তরকৃত উপহার সামগ্রী মহানগর আওয়ামী লীগের সভাপতির উপস্থিতিতে বন্যাকবলিত ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে বিতরণ করেছেন। বন্যাকবলিত ওয়ার্ডসমূহের নেতাকর্মীদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ অব্যাহত রেখেছেন। মহানগর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।
হঠাৎ সৃষ্ট বন্যায় অসহায় সিলেট নগরির পরিস্থিতি নিয়ে মহানগর আওয়ামী সাধারণ সম্পাদক বলেছেন, জনগণের সংকট দূরীকরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত জনগণের পাশে আছেন। এভাবেই জনগণের পাশে থাকতে চান। তিনি বলেন, আওয়ামী লীগ হলো গরীবের বন্ধু। তাই দলীয় সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ডিজিটাল বাংলাদেশ ও টেকসই উন্নয়নের বাংলাদেশ গড়তে চাই।
শনিবার ৩৮ নং ও ১৩ নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ বিধান কুমার সাহা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, কার্যনিবার্হী সদস্য শান্তনু দত্ত শন্তু (কাউন্সিলর), মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ, ১৩নং ওয়ার্ডের সভাপতি ফখরুল হাসান ফখরুল, সাধারণ সম্পাদক চন্দন রায় সহ ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।