মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

766

Published on মে 16, 2022
  • Details Image

মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হয়েছেন আব্দুল ফাতাহ ও সাধারণ সম্পাদক হয়েছেন পঙ্কজ কুন্ডু। মাগুরা আওয়ামী লীগের এই সম্মেলনে সভাপতি পদে প্রার্থী ছিলেন মোট ৭ জন এবং সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন ১৫ জন।

শনিবার (১৪ মে) সকাল ১০টায় অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় মাগুরা শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে। দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে। জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে, সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

নতুন সভাপতি আ,ফ,ম ফাত্তাহ গত কমিটিতে ভারপ্রাপ্ত সভাপতির পদে ছিলেন। আর পঙ্কজ কুমার কুন্ডু গত কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন। জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক এই সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ্’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেমিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। 

এছাড়াও সম্মেলনে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও বিলুপ্ত জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রধান বক্তা বিএম মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম উপস্থিত ছিলেন, সাইফু্জ্জামান শিখর এমপি মাগুরা আসন এক, শ্রী বীরেন শিকদার এমপিসহ, আবু নাসের বাবলু চেয়ারম্যান উপজেলা পরিষদ ও স্থানীয় নেতৃবৃন্দ। 

এর আগে গত বুধবার সন্ধ্যা সাত ঘটিকায় বাংলাদেশ আওয়ামী লীগ মাগুরা জেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন সফল করার লক্ষ্য নিয়ে,আনন্দ মিছিল বের করেন,মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পৌর আ.লীগসহ আওয়ামী লীগের কয়েক শত অঙ্গসংগঠনের নেতা কর্মিরা।

এ সম্মেলন ২০২২ উপলক্ষে সংগঠনের নেতাকমীর্দের মধ্যে বয়ে চলে সারাদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ২০২২-এি-বার্ষিক সম্মেলন সফল হতে মাগুরা জেলার প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ এর মাধ্যমে এসেছেন শহরে হাজারো জনতা। 

মাগুরা জেলা আওয়ামী লীগের তথ্য সূত্রে জানা গেছে, মাগুরা জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিলো ২০১৫ সালের ৮ মার্চ। সে সময় সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ডাক্তার এম,এস,আকবর এমপিকে সভাপতি ও পঙ্কজ কুমার কুন্ডুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। পরের দিন ৯ মার্চ নবনির্বাচিত সভাপতি প্রফেসর আকবর মৃত্যুবরণ করেন। পরবর্তীতে জেলা আওয়ামী লীগের অপর জ্যেষ্ঠ নেতা বীর মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খানকে আ.মী কেন্দ্র থেকে সভাপতি নির্বাচিত করা হয়। এরপর গত২০২০ সালের ২০ জানুয়ারি তানজেল হোসেন খানের মৃত্যু হলে সভাপতি পদটি আবার শূণ্য থাকে জেলা আওয়ামী লীগের। পরবর্তীতে জ্যেষ্ঠ সভাপতি আ,ফ,ম আব্দুল ফাত্তাহকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। সেই থেকে জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন আব্দুল ফাত্তাহ্ ও পঙ্কজ কুন্ডু। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত