697
Published on মে 14, 2022শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মে) বিকালে বিঝারীর পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার হাওলাদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন আকনের সঞ্চালনায় সম্মেলনে উদ্ধোধক ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক মাল। প্রধান অতিথি ছিলেন, পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারন সম্পাদক অনল কুমার দে, যুগ্ম সাধারন সম্পাদক একেএম ইসমাইল হক, আইন সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সদস্য জহির সিকদার, জেলার ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মোঃ খবিরুজ্জামান বাচ্চু, উপ-প্রচার সম্পাদক এসএম সিরাজুল ইসলাম, সদস্য অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার, সদস্য মুন্সী এনায়েতউল্যাহ, উপজেলার সহ-সভাপতি বাদশা শেখ। প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন।
আরো বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু রাড়ী, শাহআলম চৌকিদার, শহিদুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক মাস্টার আব্দুস সালাম, সিরাজুল ইসলাম চুন্নু, মিহির চক্রবর্তী, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাসিন খান, সদস্য আব্দুর রাজ্জাক হাওলাদার, চামটা ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন রাড়ী।
বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ শাহ আলম চৌকিদার।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য মিজানুর রহমান হিমু, নড়িয়া উপজেলা যুবলীগের আহবায়ক নাসির সরদার, যুগ্ম আহবায়ক উজ্জ্বল মীর মালত, মহিলা লীগের সভাপতি রাবেয়া আক্তার, সাধারণ সম্পাদক শামসুন্নাহার মায়া, যুব মহিলালীগের সভাপতি আসমা আক্তার, সিনিয়র সহ-সভাপতি রাজিয়া সুলতানা মনি, সাধারণ সম্পাদক জুলিয়া আক্তার, ছাত্রলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপ্লব, কলেজের আহবায়ক ইমরান খালাসী প্রমূখ।