নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই এ কথা জানিয়ে ওবায়দুল কাদের বিএনপিকে নির্বাচনে আসার অনুরোধ জানান। সরকারের পদত্যাগ নয়, সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় নির্বাচন হবে।
মঙ্গলবার (১০ মে) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের এক যৌথসভায় এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে হামলার পরিকল্পনা করা বিএনপির চর্চা এ কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ অপসংস্কৃতির চর্চা করে না।
তিনি বলেন, কুমিল্লায় এলডিপি মহাসচিবের ওপর হামলার বিষয়ে বিএনপির বিবৃতি জনগণ প্রত্যাখ্যান করেছে।
কুমিল্লায় এলডিপি মহাসচিবের ওপর হামলার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপি সহাসচিব মির্জা ফখরুলের সমালোচনার প্রতিবাদে তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব পুরোপুরি সত্য বলেননি।
আওয়ামী লীগের এ সম্পাদক আরও বলেন, নির্বাচন কমিশন তাদের সক্ষমতা অনুযায়ী ইভিএমে নির্বাচনের ব্যবস্থা করবে। তবে আওয়ামী লীগ ৩০০ সিটেই ইভিএম চায়।
সভায় জানানো হয় যথাযোগ্য মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে পালন করবে আওয়ামী লীগ। সহযোগী সংগঠনগুলোকে দিবসটি পালনের আহ্বান জানান তিনি।