574
Published on মে 10, 2022কিশোরগঞ্জের ইটনা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়াম ভবনে এ বর্ধিত সভার আয়োজন করা হয়, চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিযুস কান্তি সরকার।
ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট খলিলুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. বজলুর রহমান, ইটনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক আরশাদ উদ্দিন ভূইয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দারুল ইসলাম, প্রচার সম্পাদক তাপস রায়, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, গোলাম মোস্তফা, ইটনা উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি উবায়দুর রহমান সেলিম প্রমুখ।
ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খলিলুর রহমান জানান, আগামী ৩০ মে ইটনা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সামনে রেখে বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।
ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ চৌধুরী কামরুল হাসান বলেন, দীর্ঘ ১৭ বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।
বর্ধিত সভায় ইটনা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুরসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/ সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।