নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

783

Published on মে 7, 2022
  • Details Image

নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। সভায় আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপস্নবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নিয়ামতপুর সদর ইউনিয়নের সভাপতি বজলুর রহমান নঈম, সৈয়দ মুজিব গ্যান্দা, মোতালিব হোসেন বাবর, বদিউজ্জামান বদি প্রমুখ।

সভায় খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে ও ব্যাপক উন্নয়ন হচ্ছে। তাই দেশের এ উন্নয়ন যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে সে জন্য নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে একত্রিত হয়ে থাকার আহ্বান জানান।

সভায় উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত