481
Published on মে 5, 2022ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে পবিত্র ঈদ–উল-ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রবিবার বিকালে গড়েয়া এস, সি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গড়েয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সার্বিক সহযোগিতায় প্রায় শতাধিক গরীব, অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইউনুস আলীর সভাপতিত্ব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নজমুল হুদা শাহ এ্যাপোলো।
অসহায় ও দুস্থদের মাঝে এক মুঠো হাসি পৌঁছে দিতে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে অরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জনাব এ এফ এম মুজাহিদুর রহমান শুভ, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক কুরবান আলী সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্বপন কুমার ঘোষ, মানবাধিকার বিষয়ক সম্পাদক উৎপল বড়ুয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আবু হাসনাত মোঃ মশিউর রহমান রুমন , জেলা স্বেচ্ছাসেবক সদস্য আকুল ইসলাম, আঃ রহিম, মাসুদ আলম সামু,তুষার, রবিউল আওয়াল,মিঠুন রানা,পান্না সহ জেলা, সদর উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আফিজার রহমান দুলাল, সহ- সভাপতি মফিজুল ইসলাম শাহ্, সমাজ সেবক খসরু আহমেদ, ইউনিয়ন আওয়ামী নেতা মজিবর রহমান মজি, গড়েয়া এস সি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুল ইসলাম, এবং গড়েয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ শরিফ আহম্মেদ শাহ্।
ঈদের আগে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার শাড়ি ও লুঙ্গি পেয়ে অসহায় ও দুস্থ পরিবার গুলো খুশি হয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও ঈদ শুভেচ্ছা জানান।