১০০০০ পথচারী রোজাদারদের হাতে উন্নতমানের ইফতার পৌঁছে দিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

881

Published on মে 1, 2022
  • Details Image

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে পবিত্র মাহে রমজানের ১ম রোজা থেকেই প্রতিদিন পথচারী রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। ১ম রোজা থেকে ২৫ রমজান পর্যন্ত প্রায় দশ হাজার সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন। নগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিন বিকাল ৫:৩০ ঘটিকায় এই ইফতার বিতরণ করা হয়। পুরো রমজান মাসব্যাপী এই কার্যকরক্রমটি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। উন্নত মানের এই ইফতার প্যাকেটে পোলাও, মুরগীর রোষ্ট, ডিম, শশা, খেজুর থাকছে।

ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আজাদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ- প্রচার সম্পাদক মোঃ সিদ্দিক আলম, সদস্য মোঃ ইসমাইল হোসেন, সৈয়দ মোন্তাজ হোসেন, আশরাফ উদ্দিন খান, মজিবুর রহমান, মাসুদ আহম্মেদ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, নগর যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডাঃ মনন কান্তি দাস, নগর তাঁতী লীগের আহ্বায়ক আনিসুর রহমান আনার, সদস্য সচিব মোকসেদ-উল-আলম সুমন, নগর যুবলীগের সদস্য ইদ্রিস আলম, মুরসালিন হক রাবু, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক তাসকিন পারভেজ সাতিল, নগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রিগেন, ফজলে রাব্বি, মেহেদী হাসান ইমন, তৌফিকুল ইসলাম রুহি, রিয়াসাদ কামাল তূর্য, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল করিম রোজেল, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত