966
Published on এপ্রিল 28, 2022গাজীপুরের শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়ন, একটি পৌরসভার অসহায়রা পেলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদের ঈদ উপহার। প্রতিটি ইউনিয়নে ছাত্রলীগ যুবলীগ ও কৃষক লীগ নেতা-কর্মীদের মাধ্যমে এ উপহার পৌঁছে দিয়েছেন সাংসদ অধ্যাপক রোমানা আলী টুসি
শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম জিকো বলেন, সাংসদের পক্ষ থেকে উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২ হাজার শাড়ি ও লুঙ্গি অসহায় মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন নিজ নিজ ইউনিয়নের নেতা-কর্মীরা।
সাংসদ ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদক অধ্যাপক রোমানা আলী টুসি বলেন, ‘আমরা রাজনীতি করি সমাজের অসহায়, দুস্থ আর নিম্ন আয়ের মানুষের সেবা করার জন্য। আমার বাবা (সাবেক মন্ত্রী প্রয়াত রহমত আলী) সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছেন জীবনের শেষ পর্যন্ত। আমি আমার বাবার আদর্শ নিয়ে সারা জীবন সমাজের অসহায় দুস্থ মানুষের পাশে থাকতে চাই।’