ঠাকুরগাঁওয়ের আশ্রয়ণ প্রকল্পে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও আর্থিক সহায়তা প্রদান

825

Published on এপ্রিল 28, 2022
  • Details Image

ঠাকুরগাঁও সদর উপজেলার আওতাধীন নারগুন ইউনিয়নে কহর পাড়ায় স্থাপিত আশ্রয়ণ প্রকল্পের ৪৯টি পরিবারের মাঝে তৈরি করা ইফতার ও অসুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন "মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবেনা" ভুমিহীন, গৃহহীন, ছিন্নমূল অসহায় ও আশ্রয়হীন মানুষকে সারাদেশে জমি ও গৃহ প্রদান করে তিনি বিশ্ব মানবতার জননী হিসেবে অসহায় মানুষের পাসে দাঁড়িয়েছেন। পর্যায়ক্রমে দেশের সকল ভুমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমি সহ ঘর দেওয়ার লক্ষমাত্রা নির্ধারণ পূর্বক ইতিমধ্যে দেড় লাখেরও বেশি পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হয়েছে এবং বিভিন্ন স্থানে আশ্রয় প্রকল্পের কাজ চলমান রয়েছে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সভাপতি জনাব নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক জনাব এ কে এম আফজালুর রহমান বাবু দ্বয়ের নির্দেশে ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নেতৃবৃন্দরা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উদ্যোগে নির্মিত ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুণ ইউনিয়নের কহরপাড়ায় স্থাপিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন, গৃহ ও ভূমি প্রাপ্তদের সাথে কুশলাদি বিনিময়, তৈরি করা ইফতার প্রদান, অসুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং তাদের নিকট সরকারের উন্নয়ন কাজ ও অর্জন সমূহ প্রচার করেছেন।

উক্ত তৈরি ইফতার ও আর্থিক সহায়তা প্রদানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ নজমুল হুদা শাহ এ্যাপোলো, প্রচার সম্পাদক কুরবান আলী সরকার , মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আরিফ, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এনায়েতুল কবীর পলাশ, ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ এফ এম মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, দপ্তর সম্পাদক আবু হাসনাত মোঃ মশিউর রহমান রুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মহির উদ্দিন মহির, মিঠুন রানা, তুষার, নারগুণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি/সাধারণ সম্পাদক সহ ঠাকুরগাঁও জেলা, সদর উপজেলা ও উক্ত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত