কাপাসিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

754

Published on এপ্রিল 26, 2022
  • Details Image

গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে ২৫ এপ্রিল রোজ সোমবার কাপাসিয়ার দরদরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব মোঃ রফিকুল আলম জোয়ার্দার সৈকত, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ জহির উদ্দিন খসরু, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মোঃ আশরাফুল ইসলাম সজীব, বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাজীপুর জেলা শাখার আহবায়ক জনাব এস এম আলতাফ হোসেন ও যুগ্ম আহবায়ক জনাব মোঃ সেলিম আজাদ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন প্রধান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনাব রাজিব ঘোষ। সংক্ষিপ্ত আলোচনা সভার পর স্থানীয় প্রায় ১০০০ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত