749
Published on এপ্রিল 25, 2022বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাসব্যাপী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২২ এপ্রিল) জেলা যুবলীগের যুগ্ম – আহবায়ক ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর সাকিব হাসান তুহিনের উদ্যেগে শহরের নতুন বাজার ব্রীজের পাশে বিকালে ৩শ প্যাকেট রান্না করা ইফতার বিতরণ করা হয়।
এসময় জেলা যুবলীগের যুগ্ম – আহবায়ক আলী আহম্মেদ আহাদ,মাগুরা রিপোটার্স ইউনিটের সভাপতি এইচ এন কামরুল ইসলামসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুবলীগ নেতা সাকিব হাসান তুহিন বলেন,যুবলীগের চলমান সকল কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের আহবানে সারা দিয়ে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রতি বছরের ন্যায় এবারও হত দরিদ্র, আসহায় মানুষের মাঝে ঈদ উপহার দেওয়ার পরিকল্পনা আছে।