রমজান উপলক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

1042

Published on এপ্রিল 24, 2022
  • Details Image

রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা'র নেতৃত্বে নগরীর নানকিং দরবার হলে পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সুসম্পন্ন হলো।

উক্ত দোয়া এবং ইফতার মাহফিলে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর নেতৃবৃন্দ সহ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলাধীন সংসদীয় আসনসমূহের মাননীয় সাংসদবৃন্দ, আওয়ামী লীগের জেলা পর্যায়ের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, জেলাধীন সকল উপজেলা আওয়ামী লীগ-পৌর আওয়ামী লীগ-ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, দলীয় মনোনয়ন ও সমর্থনে নির্বাচিত এবং মনোনয়নপ্রাপ্ত সর্বস্তরের জনপ্রতিনিধিবৃন্দ, জেলা সদরের সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ও জাতীয় পত্রিকার সম্পাদকমন্ডলী, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ শিক্ষকমন্ডলী এবং প্রগতিশীল বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের নেতৃবৃন্দ সহ সর্বজনবিদিত গণ্যমান্য ব্যক্তিবর্গের আন্তরিক উপস্থিতিতে রাজশাহী জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সফলভাবে সুসম্পন্ন হলো।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত