900
Published on এপ্রিল 24, 2022শনিবার, ২১ রমজান পবিত্র মাহে রমজান উপলক্ষে কৃষক ভাইদের সম্মানে নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা ইফতার মাহফিলের আয়োজন করেছেন।
মাশরাফী বিন মোর্ত্তজা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কৃষকদের কাজের শেষে বসার জন্য, নিজেদের সুখ-দুঃখ, নিজেদের সুবিধা-অসুবিধা আলোচনা করার জন্য নড়াইল জেলা কৃষক ক্লাব গঠনের উদ্যোগ নিয়েছেন। তেমনি একটি কৃষক ক্লাব হলো ৭ নং হবখালী ইউনিয়নের ভান্ডারিপাড়া কৃষক ক্লাব। যেখানে আজ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।প্রায় ২০০ জন কৃষক ভাইয়ের সম্মানে এই ইফতার আয়োজিত হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন হবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদশা মোল্যা, সাধারণ সম্পাদক মোদাচ্ছের আলী, হবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ টিপু সুলতান, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও মেম্বার গণ। তারা সকলেই এই ক্লাবের উপদেষ্টা।
ইফতারে দোয়া পাঠ করেন হাফেজ মহিবুল্লাহ ও কোরান পাঠ করেন ভান্ডারি পাড়া হাফেজি মাদ্রাসার ক্ষুদে হাফেজগণ।
সুব্ধিডাংগা গ্রামের কৃষক মোঃ রশিদ মৃধা বলেন, আমরা আজ এমপি মাশরাফীর জন্য একটি ক্লাব পেয়েছি। আমরা আমাদের ক্লাবে এসে সময় কাটাই। আজ মাশরাফী আমাদের ক্লাবের কৃষকদের সম্মানে ইফতার আয়োজন করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই।
উল্লেখ্য, কৃষক ভাইদের পাশাপাশি বাস ট্রাক মিনিবাস শ্রমিক ইউনিয়ন, ইমাম ও মুয়াজ্জিন, ট্রাফিক ও টহল পুলিশদের সৌজন্যে ইফতার মাহফিলের আয়োজন করেছেন দি আর্কিটেক্ট অব মডার্ন নড়াইল মাশরাফী বিন মোর্ত্তজা।