বগুড়ার শেরপুরে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

721

Published on এপ্রিল 22, 2022
  • Details Image

জনগণকে সঙ্গে নিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহবান জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। বৃহস্পতিবার বিকেলে বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু আরও বলেন, বিএনপি-জামায়াত জোট দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, বর্তমান কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলী মন্টু, আলহাজ্ব সাইফুল বারী ডাবলু, এড. ইলিয়াস উদ্দিন মিন্টু, স.ম হাফিজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাহজামাল সিরাজী, সারোয়ার রহমান মিন্টু, শাহজামাল সিরাজী, বদরুল ইসলাম পোদ্দার ববি, হাবিবুর রহমান হাবিব প্রমুখ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা আইয়ুব আলী।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত