মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

760

Published on এপ্রিল 22, 2022
  • Details Image

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয় সিদ্ধাবাড়ী মেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মামুন টিপু নির্বাচিত হয়েছেন।

এ সময় ত্রি-বার্ষিক সস্মেলনে আবু সাঈদ আল মামুন টিপুর সঞ্চালনায় ভারপ্রাপ্ত সভাপতি ওমর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মহি উদ্দিন, সহ-সভাপতি অ্যাড. আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম পিপি ও মানিকগঞ্জ জেলা আওয়ামীলাগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এবিএম হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ আ.ফ.ম সূলতানুল আজম আপেল,কাজী এনায়েত হোসেন টিপু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোসলেম উদ্দিন চোকদার, সাধারণ সম্পাদক হাজি আব্দুল মাজেদ খান,যুগ্ম-সাধারণ  মো.শহিদুর রহমান শহিদ, মো.সায়েদুল ইসলাম ও ইঞ্জি মো.শাহাদৎ হোসেন, সাংগঠনিক ওবায়দুল হক, কোষাধ্যক্ষ আব্দুল আলীম,সন্মানিত সদস্য মোতাহারুল ইসলাম রেজা, ইউপি চেয়ারম্যান সওকত হোসেন বাদল প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, উপজেলা আওয়ামী-যুবলীগের সভাপতি মো.তমিজউদ্দিন সাধারন সম্পাদক রমিজউদ্দিন, ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক জাহাঙ্গীর আলম ফাহিমসহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুর ৩ টার দিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মহি উদ্দিন ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদককের নাম ঘোষণা করে অধিবেশন সমাপ্ত করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত