694
Published on এপ্রিল 22, 2022গাজীপুরের টঙ্গীতে গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রায় এক হাজার অসহায় পরিবারকে ভালোবাসার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে টঙ্গীর সমাজসেবা অধিদপ্তরের মাঠে অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিকের (বাবু) সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম নাসির, টঙ্গী কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জু, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুল হক প্রধান লিটন প্রমুখ।
উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, চিনি ও সেমাই। এসব উপহার প্রতি পরিবারকে একটি করে প্যাকেট দেওয়া হয়। পরে সবাই বন্ধন কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।