751
Published on এপ্রিল 20, 2022বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ধারাবাহিক ভাবে ক্ষমতায় আসার কারণেই দেশে আজ জনগনের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন হচ্ছে। শুধু তাই নয় বাংলাদেশ কে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।
নেতাকর্মীর উদ্দেশ্যে তালুকদার মো ইউনুস বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃনমূল পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন কে আরো সুসংগঠিত করতে হবে। তাহলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও বিপুল ভোটে নৌকা বিজয়ী হবে।
মঙ্গলবার (১৯ এপ্রিল ) দুপুরে উজিরপুর উপজেলার সাতলা খেলার মাঠে আয়োজিত সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রিয় লাল মন্ডলের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন, স্থানীয় সংসদ সদস্য শাহে আলম তালুকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য বীরমুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ আনিসুর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ শিকদার বাচ্চু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী।
সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস সরদারের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তৃতা করেন, সাতলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় উজিরপুর উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ, কাউন্সিলর ও ডেলিগেটরা উপস্থিত ছিলেন।