ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অসহায়-ছিন্নমূল মানুষদের মাঝে গভীর রাতে সেহেরি বিতরণ

1059

Published on এপ্রিল 20, 2022
  • Details Image

সোমবার রাত সাড়ে ১২ টায় ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠিতা সভাপতির উপস্থিতিতে সেহেরি বিতরণ করা হয়।

এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের, সহ-সভাপতি আরাফাত জামান অপু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ.এফ.এম মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, সাংগঠনিক সম্পাদক মিঠুন, দপ্তর সম্পাদক আবু হাসনাত মশিউর রহমান রুমন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ নূর ইসলাম তালাশ সহ জেলা, সদর উপজেলা, পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেহেরী হাতে নিয়ে আনন্দিত হয়ে আম্বিয়া বেগম সহ বেশ কয়েকজন বলেন, হঠাৎ রাতে স্বেচ্ছাসেবক লীগ নেতারা আমাদের মাঝে সেহেরীর খাবার নিয়ে এসেছে। আমরা এতে অনেক খুশি। কখনো এর আগে কেউ আসেনি আমাদের সেহেরী দিতে। আজ আমাদের প্রথম তারা এসে আমাদের দিলো সেহেরী।

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় আমরা ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের পাশে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ পূর্বেও ছিলাম আছি ও থাকবো।

এছাড়াও শিশুদের মাঝে আমাদের ইদ পোশাক বিতরণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে,গরিব ও দুস্থদেও মাঝে সেমাই চিনি ও ঈদ পোশাক বিতরণ কর্যক্রম হাতে রয়েছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত