উজিরপুরের হারতা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

791

Published on এপ্রিল 19, 2022
  • Details Image

বরিশাল জেলার উজিরপুরের হারতা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল সোমবার সকাল ১০টায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক কার্য নির্বাহী কমিটি ও সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ আনিসুর রহমান, সংরক্ষিত মহিলা আসন ৩২৮ এর সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস,এম জামাল হোসেন, প্রধান বক্তার বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। ছাত্রলীগ নেতা মিন্টুলাল মজুমদারের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল মল্লিক প্রমূখ।

এ সময় প্রধান অতিথি এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বের কারণে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়।

বিশেষ অতিথি মোঃ শাহে আলম এমপি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করার করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। দক্ষিণ অঞ্চলের ব্যাপক উন্নয়ন আওয়ামী লীগের আমলেই হয়েছে। বিএনপি শুধু সমালোচনা ছাড়া আর কিছুই বোঝে না।

বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বলেন, আওয়ামী লীগের কাউন্সিলের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি গঠন করে দলকে সুসংগঠিত করা হবে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী বলেন, আওয়ামী লীগের সংগঠনে কোন চাঁদাবাজ, মাদকসেবী, মাদক বিক্রেতাদের ঠাঁই হবে না।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে সুনীল বিশ্বাস, অভিলাষ হালদার, ডাঃ হরেন রায়, সাধারণ সম্পাদক পদে অমল মল্লিক, মিন্টুলাল মজুমদার, সিরাজুল ইসলাম, বিজয় দাস প্রার্থীতা ঘোষনা করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত