নোয়াখালীতে ২৪০ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

542

Published on এপ্রিল 19, 2022
  • Details Image

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুয়েত-বাংলাদেশ সম্প্রীতির বন্ধনের অংশ হিসেবে নোয়াখালী পৌরসভায় অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে রাহমা ইন্টারন্যাশনাল সোসাইটির উদ্যোগে নোয়াখালী পৌরসভা প্রাঙ্গণে স্বাস্থবিধি মেনে পৌরসভার অসহায় ২৪০টি পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

পৌরসভা চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী তুলে দেন, নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহীদ উল্যাহ খান সোহেল। প্রতিটি পরিবারকে জন্য চাল, ডাল, তেল, খেজুর, দুধ, চিনিসহ ৩০ কেজি ইফতার ও খাদ্যসামগ্রী দেওয়া হয়।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে কুয়েত দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত