519
Published on এপ্রিল 18, 2022১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে বাংলাদেশ আওয়ামী লীগ ঝালকাঠি জেলা শাখা। সূর্যোদয়ের সাথে সাথে টাউন হলস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
সকাল১০টায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির। অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, পৌর আওয়ামী লীগ এর সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, জেলা যুবলীগ এর আহ্বায়ক রেজাউল করিম জাকির।