693
Published on এপ্রিল 18, 2022রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার-এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ লায়েব উদ্দিন লাভলুর পরিচালনায় সর্বস্তরের আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সকাল ১০.০০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন সহ স্মৃতিস্মরণের জন্য রাজশাহী কলেজে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন সহ বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করা হয়। এর পূর্বে সুর্যোদয়ের সাথে-সাথে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
উল্লেখ্য-মুজিবনগর দিবসটি জেলাধীন সকল সাংগঠনিক স্তরের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মী-সমর্থকবৃন্দ সহযোগে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে পালনের জন্য পূর্বেই জেলাধীন সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রতি আদিষ্ট হয়ে বার্তাটি প্রেরণ সহ অনুরোধ জানানো হয়।