749
Published on এপ্রিল 17, 2022ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচীর শুভ উদ্বোধন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০ টায় ভোলার শহরের প্রাচীন বিদ্যাপীঠ ভোলা টাউন কমিটি মাধ্যমে বিদ্যালয়ের মাঠে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগে ভোলা জেলার এ বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগ ভোলা জেলার সভাপতি ফজলুল কাদের মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ. ম.বাহাউদ্দীন নাছিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.শাম্মী আহমেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ গোলাম কবির রাব্বানী চিনু, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, ভোলা ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি।
ভোলা জেলা আওয়ামী লীগেরর সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু সঞ্চালনায় বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ সহ সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ. ম.বাহাউদ্দীন নাছিম তার বক্তব্যে বলেন বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলছে কেন্দ্রীয় নেতা তাঁর বক্তব্যে আরও বলেন বিএনপি কোনো রাজনৈতিক দল নয় তারা ক্ষমতায় আসলে তাদের দলের প্রধানমন্ত্রী কে হবেন তাই তারা আজ পর্যন্ত ঠিক করতে পারেননি তাঁদের দলের প্রধান এতিমদের টাকা মেরে সাজা প্রাপ্ত আসামী এবং তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন মামলায় দণ্ডিত হয়ে বিদেশের মাটিতে পালিয়ে রয়েছে।