1026
Published on এপ্রিল 14, 2022হাজারো এতিম, দুঃস্থ ও হেফজ খানার শিশুদের সঙ্গে ইফতার করলেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম। এতিম ও দুঃস্থ শিশুরা ছাড়াও ইফতারে আরো উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আলেম-ওলামা, প্রতিবন্ধী শিশু, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মঙ্গলবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার আল- গাজ্জালী ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গনে নদমূলা শিয়ালকাঠি ও ইকড়ি ইউনিয়নের প্রায় দুই হাজার মানুষকে নিয়ে এ ইফতারে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার আয়োজন বাস্তবায়নে কাজ করছে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।