বাংলাদেশ আওয়ামী লীগ-এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে "যমুনা নদীর ইকোনমিক করিডোর উন্নয়নঃ সম্ভাবনা, প্রতিবন্ধকতা এবং কৌশল প্রনয়ণ" শীর্ষক সেমিনার

936

Published on এপ্রিল 10, 2022
  • Details Image

আগামীকাল ১১ এপ্রিল সকাল ১০:৩০ মিনিটে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)’র কাউন্সিল হলে (শহীদ প্রকৌশলী ভবনের ২য় তলা) বাংলাদেশ আওয়ামী লীগ-এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে "যমুনা নদীর ইকোনমিক করিডোর উন্নয়নঃ সম্ভাবনা, প্রতিবন্ধকতা এবং কৌশল প্রনয়ণ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানিসম্পদ বিষয়ক উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পানি সম্পদ বিশেষজ্ঞ এবং কানাডার রয়েল মিলিটারি কলেজের অধ্যাপক (সংযুক্ত) ড. এস এম হাবিবুল্লাহ বাহার, পি.ইঞ্জ.। আলোচক হিসেবে যুক্ত থাকবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী ফজলুর রশিদ এবং স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ড. হোসেন মনসুর।

অনুষ্ঠানটি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে লাইভ প্রচারিত হবে। সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো যাচ্ছে।

সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য সাংবাদিক বন্ধুদের বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত