871
Published on এপ্রিল 10, 2022শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির উদ্যোগে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের ২’শ গরীব অসহায় দুঃস্থ পরিবারের মাঝে আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে উপহারস্বরূপ সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ডিসি রোডস্থ ওয়ার্ড কার্যালয় সংলগ্ন পার্কিং স্পেসে শিক্ষা উপমন্ত্রীর পক্ষে এসব সামগ্রী বিতরণ করেন ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম।
বিতরণকালে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুছা, প্রবীণ আওয়ামী লীগ নেতা মনিরুল আলম, মোহাম্মদ মহসিন,মোহাম্মদ আনোয়ার মেম্বার, আব্দুল হাকিম মেম্বার, সেলিম মেম্বার, সরওয়ার আলম,মো.সেলিম,ডাক্তার মামুন, ওমর ফারুক সনেট, ওয়ার্ড সচিব মাহতাব উদ্দিনসহ, রাহুল দাস,ইয়াছিন টিপু,আফজাল,খাদিজা আক্তার উপস্থিত ছিলেন।
শিক্ষা উপমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণকালে কাউন্সিলর শহিদুল আলম বলেন,ইসলাম মানবতা ও মানব প্রেমের কথা বলে। দুর্বলের প্রতি সহায়তার ও সহমর্মী হওয়ার কথা বলে। তেমনি আমাদের নেতা নওফেল বিশ^ব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে গরীব অসহায়রা যাতে পবিত্র রমজানে রোজা রাখতে গিয়ে খাদ্যদ্রব্যের অভাবে কোনরকম কষ্টে না পরেন সেজন্য উপহারস্বরূপ সেহেরি ইফতার সামগ্রী বিতরণ করে পাশে থাকার চেষ্টা করছেন। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটেও সামর্থ্য অনুযায়ী সাহায্য সহায়তা করছেন। আশাকরি সমাজের সামর্থবানেরও এই কার্যক্রম থেকে উদ্বুদ্ধ হবেন।