ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

671

Published on এপ্রিল 10, 2022
  • Details Image

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, দেশের যত অর্জন তা আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। তার ধারাবাহিকতা অব্যাহত রেখে দেশের উন্নয়নে নিরলস পরিশ্রম করে চলছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর পোস্তগোলা পারুমা মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মোহাম্মদ আজহারের ব্যাক্তিগত উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আজকে বিশ্বনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন শেখ হাসিনা। বিশ্বের দরবারে বাংলাদেশকে সম্মানজনক একটি পর্যায়ে নিয়ে এসেছেন। তার বিকল্প তিনি নিজেই।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেন, বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তরুণ প্রজন্মকে জাতির পিতার আদর্শ ধারণ করতে হবে।

তিনি বলেন, অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে আওয়ামী লীগের ঐতিহ্য। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং আগামীদিনেও পাশে থাকবে।

সুজিত রায় নন্দী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ঐতিহাসিক ভাবে প্রমাণিত। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে এদেশের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এদেশের মানুষের স্বাধিকার, স্বাধীনতা, মুক্তি, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আওয়ামী লীগের নেতাকর্মীরাই প্রাণ দিয়েছে।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু আহমেদ মান্নাফি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মোহাম্মদ আজহার।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ডাঃ দিলিপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মোরশেদ কামাল, মোঃ মিরাজ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সিরাজুম মনির টিপু, শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন, শ্যামপুর থানা সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান হাবু।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত