608
Published on এপ্রিল 6, 2022বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারে সোমবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের প্রতি সহমর্মীতা জানিয়ে তাদের হাতে শরণখোলা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়েছে।
রায়েন্দা ডাকবাংলা চত্বরে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে এ সব সামগ্রী তুলে দেয়া হয়। এসময় শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সাব্বির , ব্যবসায়ী নেতা ফারুক তালুকদার, যুবলীগ নেতা জাহিদ মোস্তফা সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।এসময় আরোও উপস্থিত ছিলেন, বাগেরহাট ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিনের সাধারন সম্পাদক জুবায়ের আহম্মেদ।
উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের প্রতি সহমর্মীতা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, যে কোন পরিস্থিতিতে আমরা আপনাদের পাশে আছি, থাকবো। তারা, বাজারে অগ্নিকান্ডের ব্যাপারে ব্যবসায়ীদের আরো বেশী সতর্ক থাকার আহবান জানান।
এ সময় ক্ষতিগ্রস্থ কাঁচামাল ব্যবসায়ী শহীদুল খান ও বাবুল হাওলাদার বলেন, আমাদের বিপদের দিনে ছাত্রলীগের নেতা কর্মীরা আমাদের কথা মনে করেছে । তারা তাদের সামর্থ অনুযায়ী আমাদের সম্মানীত করেছে তাতেই আমরা খুশী ।