জয়পুরহাট পাঁচবিবিতে প্রধানমন্ত্রীর সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ

587

Published on এপ্রিল 5, 2022
  • Details Image
পবিত্র রমযান মাস উপলক্ষে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে পাঁচবিবি উপজেলার ১৫০ হতদরিদ্র পরিবারের মাঝে আজ সোমবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু এমপি। পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 
 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব প্রমূখ। প্রধান অতিথি এ্যাড: সামছুল  আলম দুদু এমপি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এখন খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত। পরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা ১৫০ জনের হাতে তুলে দেয়া হয়।
উত্তরণবার্তা/এআর

Live TV

আপনার জন্য প্রস্তাবিত