কক্সবাজার জেলা ছাত্রলীগের মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি

953

Published on এপ্রিল 5, 2022
  • Details Image

পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের উদ্যোগে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। সোমবার (৪ এপ্রিল) রমজানের দ্বিতীয় দিনে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় এস এম সাদ্দাম হোসাইন জানান, ‘গতবারের ন্যায় এবারও পবিত্র রমজান মাসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে রমজান মাসব্যাপী অসহায়-দুঃস্থ, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের মাঝে প্রতিদিন ইফতার সামগ্রী তুলে দেওয়া হবে। মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পবিত্র রমজান মাসব্যাপী প্রতিদিন ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ সময় জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ইফতার বিতরণ কার্যক্রমে সহায়তা করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত