977
Published on এপ্রিল 4, 2022ঢাকা জেলার সাভার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ছিন্নমূল ও খেটে খাওয়া শ্রমজীবী জনগণের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে। এ ইফতার বিতরণ কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে চলবে।
রবিবার (৩ এপ্রিল) বিকেলে সাভার বাজার বাস-স্ট্যান্ড এলাকায় সিটি সেন্টারের সামনে এ ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম বাজীব।
এ কার্যক্রমের আওতায় পুরো রমজান জুড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও খেটে খাওয়া শ্রমজীবীদের মধ্যে ইফতার বিতরণ করা হবে।
এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম বাজীব বলেন, ছিন্নমূল ও খেটে খাওয়া শ্রমজীবী জনগণের মধ্যে অনেক মানুষ সংকটে আছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজ আমরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কর্মহীন ও শ্রমজীবী মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছি।
তিনি আরও বলেন, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং দলের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনও দুস্থদের মধ্যে ইফতার এবং বিভিন্ন খাদ্য সহায়তা দিচ্ছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক বলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম বাজীবের অনুপেরনায় উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ মানুষকে সহযোগিতার পাশাপাশি মানবতার ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ ইফতার বিতরণ কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে চলবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী লিয়াকত হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠননেতাকর্মীরা ।