মাগুরায় দুই শতাধিক মানুষকে ইফতার ও খাবার দিলো জেলা ছাত্রলীগ

660

Published on এপ্রিল 4, 2022
  • Details Image

রবিবার (০৩এপ্রিল) বিকালে মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম ২শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার হিসেবে বিরিয়ানি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ – সভাপতি মুন্সি রেজাউল হক,দপ্তর সম্পাদক রাশেদ মাহমুদ শাহিন, প্রচার সম্পাদক এ্যাড.শাখারুল ইসলাম শাকিল, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাবেক সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তা,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল দুর্যোগ-ক্রান্তিলগ্নে, আর্তমানবতার সেবায় সব সময় এগিয়ে এসেছে। সকল দুর্যোগে অসহায় মানুষের পাশে ছিলো ছাত্রলীগ। এবার ১লা রমজানে ২শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার হিসেবে বিরিয়ানি বিতরণ করা হয়েছে। জেলা ছাত্রলীগের এমন উদ্যোগ সবসময় অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম বলেন -বিশেষ করে যারা অসহায় এবং খেটে খাওয়া দুস্থ মানুষ রোজা রাখেন তাদের জন্য গোটা রমজান মাস জুড়ে এ কর্মসূচি চালু রাখবে জেলা ছাত্রলীগ। ছাত্রলীগ অতীতেও যেমন সব সময় সাধারণ মানুষের পাশে ছিল আছে আগামীতেও থাকবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত