673
Published on এপ্রিল 4, 2022মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা'র নির্দেশে প্রতিবারের ন্যায় পবিত্র মাহে রমজানের প্রথম রোজায় বিকাল ৬ ঘটিকায় নগরীর আলুপট্টি ও কুমারপাড়ার মোড়ে পথচারী রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মো: ডাবলু সরকার। উল্লেখ্য, তিনি গতকাল ৪০০ পথচারী রোজাদারদের মাঝে উন্নতমানের ইফতার বিতরণ করেন। এই কার্যক্রমটি রমজান মাসব্যাপী চলমান থাকবে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জেডু সরকার, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডাঃ মনন কান্তি দাস, নগর যুবলীগের সহ-সভাপতি জাহেদ আলী জনি, সদস্য মুরশালিন হক রাবু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সানি, নগর স্বেচ্ছাসেবক লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদ আলী, নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাসকিন পারভেজ সাতিল প্রমুখ।