924
Published on এপ্রিল 4, 2022জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুমিল্লায় শতাধিক অসহায়-দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার নগরীর টাউন হলের মুক্তিযুদ্ধ কর্নারে দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি কলেজের সাবেক জিএস মো. আতিকুর রহমান পিন্টু, জেলা যুবলীগ নেতা গাজী মনির হোসেন, জালাল উদ্দীন, সাইফুল ইসলাম সুমন, ইমতিয়াজ হাবীব সিনহা, মোতাহের হোসেন জুমন, সোহেল মজুমদার, নাজমূল হাসান, এয়ার আহম্মদ সেলিম, সোহেল ভূঁইয়া, আক্তার হোসেন আকাশ, ফিরোজ রহমান রাসেল, মেহেদী হাসান শরীফ ও রাশেদ উদ্দিনসহ অন্যান্যরা।
এ সময় মো. আতিকুর রহমান পিন্টু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসন নিখিলের আহ্বানে শতাধিক অসহায়-দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। এর আগে দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে বই বিতরণ, খাবার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি।