1442
Published on এপ্রিল 2, 2022শুক্রবার (পহেলা এপ্রিল) চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ এর উদ্যোগে রেলওয়ে অফিসার্স ক্লাবে বিকাল ৪ ঘটিকায় মেধা, প্রজ্ঞা ও পিতা মুজিবের আদর্শে শানীত "বঙ্গবন্ধু ও বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ এর সভাপতি তানভীর হোসেন তপুর সভাপতিত্বে, জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সহ-সভাপতি মুহাম্মদ রেজাউল করিম সুমন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপ-সম্পাদক মুহাম্মদ নেয়ামত উল্লাহ তপন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সকল স্তরের নেতৃবৃন্দ।