জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

582

Published on এপ্রিল 2, 2022
  • Details Image

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) বিকেলে চর ছাতারিয়া স্কুল প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আঃ রউফ গফুরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফারুক আহম্মেদ চৌধুরী।

সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা। সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ড. মোঃ হারুন অর রশীদ।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নুল আবেদী মাষ্টারের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সমন্বয়ক অধ্যক্ষ মোঃ আশরাফ হোসেন তরফদার, অর্থ সম্পাদক আলহাজ এডভোকেট মুহাম্মদ আব্দুল্লাহ, তেজগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি ও তেজগাঁ কলেজের অধ্যক্ষ আব্দুর রশীদ, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক এডভোকেট জহুরুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল, পৌর মেয়র মনির উদ্দিন। সম্মেলনে পৌর আওয়ামী লীগের সভাপতি সরিষাবাড়ী কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসাইন শিবলুসহ আয়োমী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত