673
Published on এপ্রিল 2, 2022বুধবার, ৩০ মার্চ সন্ধ্যা ৬.৩০ মিনিটে আওরাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি হাবিবুর রহমান উজির শিকদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি ২ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু (ভার্চুয়ালি)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির।
আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি এডভোকেট এম এ জলিল, জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক বাবু তরুণ কুমার কর্মকার, কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।