577
Published on এপ্রিল 2, 2022নব গঠিত খোকসা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতাদের সাংগঠনিক ভাবে গতিশীল করার বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হয়।
শুক্রবার সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রথম বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসএম ইমরান হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকসা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুনসী তাজবীর আহম্মেদ রাজা।
সভায় প্রধান অতিথি ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগর সভাপতি বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আখতার, প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আক্তারুজ্জামান লাবু, বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্নসাধারণ সম্প্দাক সেলিম রেজা, ইকবাল মাহামুদ রাসেল প্রমুখ।
এ ছাড়া আলোচনায় অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নূর আল হাদী সৈকত, যুগ্ন সাধারন সম্পাদক খায়রুল বাসার প্রমুখ।