497
Published on এপ্রিল 2, 2022নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আইয়ুব আলী সভাপতি ও এম এ সাত্তার সাধারণ সস্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১ এপ্রিল) বিকেলে দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়৷
সম্মেলনে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি দুলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক এম শওকত আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ সভাপতি ওয়ালী মাহমুদ খান, আশরাফুল আলম, গিয়াস উদ্দিন, যুগ্ম সম্পাদক মোমেন শিকদার, ফরিদ আহম্মেদ লিটন, সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সস্পাদক মো. সফি, প্রচার সম্পাদক জাহেদুল হক খোকন, জেলা কৃষক লীগের সভাপতি নাজিম উদ্দিন আহম্মেদ প্রমুখ৷