ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

854

Published on মার্চ 31, 2022
  • Details Image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন (বুধবার ৩০ মার্চ) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। 

উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুন্নাফ হোসেন বাবুর সভাপতিত্বে প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্র স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কৃষিবিদ আবদুস সালাম। 

অনুষ্ঠানের উদ্বোধক জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ অ্যাপলো। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু। বিশেষ বক্তা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ আলী আবরার, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক গোলাম দোস্তেগীর বিপ্লব প্রমুখ। 

এছাড়াও উপজেলা সেচ্ছাসেবক লীগ, উপজেলা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ ও তাঁর অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত