ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৫২ নং ওয়ার্ডের অন্তর্গত ইউনিট সম্মেলন অনুষ্ঠিত

357

Published on মার্চ 31, 2022
  • Details Image

আগামী দুই বছর তথা ২০২২-২৩ সাল আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য আরেক মুক্তিযুদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি অর্থনৈতিক মুক্তির যুদ্ধ করতে হবে। সে মুক্তিযুদ্ধ পরিচালনা করতে গেলে আগামী নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে ভোটে জয়লাভ করতে হবে। মনে রাখতে হবে, এ দেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৫২ নং ওয়ার্ডের অন্তর্গত ইউনিট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে মিথ্যাবাদী উল্লেখ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ওরা মিথ্যাবাদী। ওদেরকে চিনতে হবে। তাদের জন্মই হয়েছে মিথ্যার উপর দাঁড়িয়ে। সরকারের এত উন্নয়ন তাদের চোখে পড়ে না। তারা শুধু মিথ্যাচারই জানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পথ চলছি, উন্নয়ন বাধাগ্রস্ত করতে তাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে তিনি রক্ষা পেয়েছেন, যোগ করেন তিনি।

মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, জ্ঞানপাপী হয়ে কি লাভ? গ্রামে গিয়ে মা-বোনের কাছে জিজ্ঞেস করেন। মা-বোনরা তার গোপন রোগের কথা স্বামীর কাছে বলতে পারত না। তারা এখন শেখ হাসিনার দেওয়া স্থানীয় কমিউনিটি ক্লিনিকে গিয়ে চিকিৎসা নিতে পারছে। অথচ বিএনপি আমলে সেই কমিউনিটি ক্লিনিকগুলো ছাত্রদল, যুবদল, বিএনপির গুন্ডারা মদ আর নেশার আড্ডাখানা বানিয়েছিল।

সরকারের টানা মেয়াদে বহুমুখী উন্নয়নের কথা তুলে ধরে সাবেক প্রতিমন্ত্রী নানক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ অন্ন-বস্ত্র-চিকিৎসা হচ্ছে। গ্রামেগঞ্জে কোথাও এখন আর কুঁড়েঘর দেখা যায় না। গ্রামেগঞ্জে কোথাও একটি মানুষ পাওয়া না যার পায়ে জুতা নেই। পরনে ছেঁড়া কাপড় রয়েছে এমন একটি মানুষ পাওয়া যায় না। আমার গ্রাম আমার শহর প্রকল্পের মাধ্যমে গ্রামের চেহারা পরিবর্তন করে দিয়েছে শেখ হাসিনা। তারপরেও ধন্যবাদ দিবেন না? লজ্জা করে না আপনাদের?

তিনি বলেন, এক সময় বিদেশি গরু ছাড়া কুরবানি হত না। এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সে সময় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের সময় নেত্রী বলেছিলেন, 'নানক, গ্রামের প্রতিটি ঘরে ঘরে গরুর খামার তৈরি করে দাও। এতে করে গ্রামের প্রতিটি মানুষের রুটি-রুজির ব্যবস্থা হবে। বিদেশ থেকে গরু আনতে হবে না। এখন আর ভারতের গরু কুরবানিতে লাগে না।

সরকারের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ভুলে গেলে চলবে না, পদ্মাসেতু নিয়ে বিএনপি'র খালেদা জিয়া, মির্জা ফখরুলরা ষড়যন্ত্র করেছিল যেন পদ্মাসেতু না হয়। সেই পদ্মাসেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের অর্থায়নে বিশ্বে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছেন।

৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অথিতির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। সম্মেলনে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি দিলীপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহিসহ থানা এবং মহানগর দক্ষিণের নেতারা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত