বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

738

Published on মার্চ 30, 2022
  • Details Image

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার কেরানীগঞ্জ ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে কাউন্সিলরদের সমর্থনে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদকে সভাপতি ও মুজাহিদুল ইসলাম মামুন (ম.ই মামুন)কে সাধারণ সম্পাদক ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ।

বিকেল ৩ টায় জাতীয় সংগীত পরিবেশন এবং পতাকা উত্তোলনের মাধ্যমে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ (এমপি)।

সম্মেলন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের বিদায়ী আহ্বায়ক ও কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের বিদায়ী যুগ্ম আহ্বায়ক ম.ই মামুন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। 

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আয়োজিত সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।

এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মজিবুর রহমান এবং সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল হাসান আশু।

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে কেরানীগঞ্জ  উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদকে আহ্বায়ক ও মুজাহিদুল ইসলাম মামুন (ম.ই মামুন)কে যুগ্ন-আহ্বায়ক করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে ঢাকা জেলা আওয়ামী লীগ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত